একটি অসমাপ্ত রাত।
আবছায়া আলোয় তোমার মুখ তাকিয়ে অপলকে
দূরের অনেকটা কাছে,
আমার হাতছানির সীমানা ছাড়িয়ে
ভাবনার রাজ্য নগরে দুটি আধবোজা চোখ।
এত পাশে থেকেও
অসীম দূর-কল্প ভাসিয়ে নেয় তোমায়
অজানায়।
অপরিচিত সুখের আস্ফালন ঝলসে ওঠে
মনের স্বর্গধারে।
তুমি আসবে বলে, চোখ ফেরাবে বলে
আওয়াজ পারিনা দিগম্বর করতে।
হাতছানির ছায়া ফিরে আসে
টলটল বন্যার বার্তা নিয়ে।
তবুও কল্পনার তাগাদায় ভাবি
এ বুকেই সমাধি...
                       তুমি, স্বপ্ন কিংবা রাতের।