আমি নবীন সদস্য হিসেবে প্রথমেই সকল কবি-লেখকদের জন্য রাখলাম অনেক অনেক প্রেম । বাংলা কবিতা'র এই আড্ডায় আমি নিতান্তই শিশু। বলা চলে এখানে আমার বাল্যবেলা বর্তমান। এবেলা বেশ উপভোগ্য আমার কাছে। এবেলায় অপ্রতুল স্বাধীনতা ।


আমার রচনায় আমি বরাবরই বিব্রত হই। মনে হয় কবিতার সম্মান ক্ষয়ে ফেলছি। মনে হয় দায়হীন আমি তবুও দায়বদ্ধ। আবার অনেক তবুও'র ভিরে লিখতেও বসি।


এখানে অনেক গুনীজন পেয়েছি। অনেকের লেখা আমায় নতুন নির্যাস প্রদান করেছে। কারও কাঁচা পাতায় আঁকা কবিতা পড়ে হয়তো নিজেকেই ভাল লেগেছে । আবার হয়তো কারও লেখা পড়ে নির্বাক হয়ে একাধিকবার পড়ে চলেছি। এমন মিশ্র অনুভূতিই তো জীবনের স্বাধ বাড়িয়ে দেয়।


আমি অনেকের কবিতাই পড়ি। খানিকটা বুঝি, অনেকখানিই বুঝি না। না বুঝলে বোঝার চেষ্টা করি। কম বুঝলেও ঝামেলা। তাই তো সকলের কাছেই ক্ষমা প্রার্থী আমি। তবে ঐ যে বললাম বাল্যবেলা। এই বেলায়ই যদি না বুঝব , তো কবে বুঝব? তাই আপনারা লিখে যান। আমি পড়ে যাই আর অনেক অনেক শেখার চেষ্টা করি।


আমার কোন লেখায় কেউ কিছু না বুঝলে জানাবেন। আর আমরা তো শেখার জন্যই এখানে মিলিত হয়েছি সবাই। তাই নয় কি? কবিদের জয় হোক। কবিতার উদয়ে বদলে যাক পৃথিবী । ধন্যবাদ সবাইকে।