তুমি নীল হয়ো না।
গাঢ় নীলে তোমায় খুঁজে বেড়াব কোথায়?
তুমি হবে দুগ্ধরঙা,
যে রঙে হেসে বেড়াব আমি,
ভেসে যাব দূরের অদূরে কোথাও।


স্বপ্ন ছাড়া সত্যি হবে তুমি।
স্বপ্নের আঁধারে হাতড়াতে পারি না আমি,
চিনে নিতে পারব না তোমায়।
কেননা তুমি মায়াবিনী নও।
তবুও তো মায়ার আঁচল হতে পার।
যে আঁচল জড়িয়ে রেখে
পাড়ি দেব চিরনিদ্রা।


তুমি গল্প কবিতার সুর হয়ো না।
ধরি ধরি ছোঁব বলে--
না ছোঁয়া রয়ে যাবে তুমি।
আত্মার স্পর্শ ছাড়া
কি হবে ফেলে নিঃশ্বাস?
বল!
কিসে রইবে তবে বিশ্বাস।।