আজ আমি ক্লান্ত, খুব ক্লান্ত।
ধূমকেতু যখন মহাকাশের শেষ সীমায় পৌঁছে থমকে দাঁড়ায়, তখন যতটা ক্লান্ত লাগে-আমার তার চেয়েও বেশি ক্লান্ত লাগছে। জানি না কেন, আজ এই অদ্ভুত অনুভূতিটা আমাকে ঘিরে ধরেছে।
পৃথিবীটা কেমন যেন ফিকে হয়ে গেছে চোখের সামনে।
ভোরবেলা যখন সূর্য ওঠে, তখন মনে হয় আলোটা যেন ঠিক আগের মতো তীব্র নয়। গাছের পাতাগুলোও কেমন বিবর্ণ লাগছে।
ঘুম আসে না রাতে। বিছানায় এপাশ-ওপাশ করি।
মনে হয় বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা।
কে যেন সব আনন্দ আর উচ্ছ্বাস চুপচাপ শুষে নিয়েছে-
শুধু পড়ে আছে একরাশ ক্লান্তি আর মন খারাপের মেঘ।
একটা সময় ছিল, যখন মনে হতো জীবনের সব রহস্য আমার হাতের মুঠোয়।
এখন মনে হয়, জীবনটাই সবচেয়ে বড় রহস্য।
আর এই রহস্য ভেদ করতে গিয়েই আমি আরও ক্লান্ত হয়ে পড়ছি।
আজ আমি ক্লান্ত, খুব ক্লান্ত।
জানি না এই ক্লান্তি কখন কাটবে,
নাকি জীবনভর এভাবেই বয়ে বেড়াতে হবে।
হয়তো একদিন হঠাৎই সব ক্লান্তি উধাও হয়ে যাবে-
যেমন করে শরৎকালের মেঘ উড়ে যায়।
অথবা হয়তো যাবে না।
কি আসে যায় তাতে!