হে যুব সমাজ! তোমরা কি ঘুমাচ্ছো?
নাকি ঘুমের ভান করছো ?
তোমরা কি দেখতে পাচ্ছো না সমাজের অসঙ্গতি?
তোমাদের কি আবার জাগাতে হবে?
যেমনি জেগেছিলে একাত্তরে!


সোচ্চার হও যুব সমাজ
আবার জেগে উঠো ঐ হায়েনাদের বিরুদ্ধে!
সময় এসেছে এখন লড়তে হবে তাদের সাথে ।
এ লড়াই অন্যায়ের বিরুদ্ধে,
এ লড়াই অসত্যের বিরুদ্ধে।


আবার জাগতে হবে তোমাদের
যেমনি জেগেছিলে বায়ান্নে,
তোমরা জেগে উঠো
যেমনি জেগেছিলে উনসত্তরে!


তোমরাই পারবে অন্যায় অসত্যকে জয় করতে,
একটি সোনার বাংলা উপহার দিতে,
একটি অন্যায় মুক্ত সমাজ গড়তে ।