এই সেই ভালোবাসা,
যে ভালোবাসায়
লুকিয়ে আছে একাত্তর ।


যে ভালবাসায়,
লুকিয়ে আছে একটি
কোমলমতি শিশুর হাসি ।


যে ভালোবাসা,
একটি দেশের জন্য
একটি সার্বভৌম রাষ্ট্রের জন্য ।


যে  ভালোবাসার,
জন্য যুদ্ধ করতে হয়েছে
দীর্ঘ নয় মাস ।


যে ভালোবাসার
জন্ম ৭ই মার্চ
রেসকোর্স ময়দান ।


যে ভালোবাসার,
বীজ বপন করেছিল
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব,
প্রতিটি বাঙালির হৃদয়ে গেঁথে
দিয়েছিল সেই ভালোবাসার প্রদীপ।


পাকিস্তানি হায়েনারা যখন
এই ভালোবাসাকে
হত্যা করতে চেয়েছিল ,


ঠিক তখনি দেশের
দামাল ছেলেরা ভালোবাসার
স্বার্থে ঝাঁপিয়ে পড়েছিল
ওই পাকিস্তানিদের বিরুদ্ধে ।


ত্রিশ লক্ষ শহীদ,
দুই লক্ষ মা বোনের ইজ্জত ,
সম্ভ্রম আত্মত্যাগ এর বিনিময়ে,
পাওয়া ভালোবাসার নাম বাংলাদেশ ।