বৈশাখ
তুমি মুঘল সম্রাট আকবরের বর্ষ পঞ্জির
তুমি বাংলা একাডেমি কর্তৃক পঞ্জিকার
তুমি তো মুঘল সম্রাটের খাজনা আদায়ের দিন ....

বৈশাখ
তুমি বাঙ্গালীর ঘরে ঘরে পান্তা ইলিশের  
তুমি বৈশাখী মেলার রঙিন মঞ্চের
তুমি তো ব্যবসায়ীদের হালখাতার দিন ...

বৈশাখ
তুমি শহরের অভিজাত লোকদের
তুমি গ্রামের খেটে খাওয়া মানুষের
তুমি তো সমস্ত বাঙ্গালি জাতির উৎসব .....

বৈশাখ
তুমি চারুকলার বর্ষবরণে আনন্দ শোভাযাত্রার
তুমি চাকুরিজীবীদের বৈশাখী ভাতার
তুমি তো বড় ইলিশ কেনার প্রতিযোগিতার ...

বৈশাখ
তুমি কালবৈশাখী ঝড়ের তান্ডব
তুমি পানতা ইলিশ খাওয়ার প্রতিযোগিতার
তুমি তো মেঠোপথে হেঁটে যাওয়া সুন্দরী ললনার ..

বৈশাখ
তুমি উশৃঙ্খল নষ্ঠ ছেলে মেয়েদের
তুমি বৈশাখী শাড়ি পড়া মেয়েদের অপরূপতার
তুমি তো প্রেমিক প্রেমিকার নিষিদ্ধ প্রেমর সমাহার...

বৈশাখ
তুমি ঈশা খাঁ'র সোনারগাঁয়ে বউ মেলার
তুমি বাংলা মাসের বিশেষ একটি দিন
তুমি তো টেলিভিশনের বিশেষ অনুষ্ঠানমালার ...

বৈশাখ
তুমি ঢাকায় রমনার বটমূলে
ছায়ানটের বর্ষবরণে বোমা হামলার,
লোমহর্ষক ও বর্বরোচিত সেই ঘটনার
আমরা ভুলতে পারি না তোমায় ......
তুমি বাঙ্গালীর অহংকার .....
আমরা ভুলতে পারি না তোমায় ......
তুমি বাঙ্গালীর অহংকার .....