দুই আগুলের মাঝখানে সিগারেটটা জ্বলছে। ধোঁয়া উঠে যাচ্ছে আকাশের দিকে, যেন চিন্তাগুলো উড়ে যাচ্ছে সঙ্গে করে।
এই ধোঁয়ার মধ্যে যেমন এক ধরণের শান্তি খুঁজে পাই, তেমনি গভীর বিষাদও অনুভব করি।

প্রথম দিকে ভালো লাগত, এখন অভ্যেস।
সবচেয়ে অবাক লাগে, আমি জানি এটা আমার ক্ষতি করছে, তবুও আমি এটা ছাড়তে পারি না।

হয়তো জীবনের যন্ত্রণা ভুলতে, একটু শান্তি পেতে চাওয়ার মধ্যেই আমার দুর্বলতা লুকিয়ে আছে। ফুসফুসে দাগ পড়ছে, মাঝেমধ্যে শ্বাস নিতেও কষ্ট হয়।আমি এক অদৃশ্য যুদ্ধে ক্লান্ত সৈনিক,প্রতিদিন লড়ে যাচ্ছি।

আমি ছাড়তে চাই, সে আমাকে ছাড়ে না। যখন খুব একা লাগে, তখন এই সিগারেটই যেন আমার একমাত্র বন্ধু হয়ে গল্প করে।

মাঝরাতে বারান্দায় দাঁড়িয়ে ধোঁয়া ছাড়ি আর ভাবি, এটাই শেষ সিগারেট। কিন্তু না, পরদিন আবার ধরি। এভাবেই প্রতিদিন ধরা আর ছাড়ার এক অন্তহীন চক্রে আটকে আছি। পেছনের জীবনে ফিরতে চাই, কিন্তু ফেরা আর হয় না। সবকিছুই যেন এক অদৃশ্য সুতোয় বাঁধা পড়ে গেছে।