রংপুর বিভাগের মধ্যে সুন্দর একটি জেলা
সুন্দর যে নামটি তার নীলফামারী সবার চেনা।
নীলফামারীর জেলায় মোদের হত নীল চাষ
নীল-খামারী থেকে তাই নামটি এলো আজ।
দু'শো বছর আগে, উর্বর ছিল এই মাটি,
ডিমলা কিশোরগঞ্জে গড়েছিল নীলকুঠি।
ঊনবিংশ শতাব্দীর থেকে শুরু নীল চাষের,
নীলফামারী ছিল যেন তাই নীলকরদের।
দু'শ বছর আগে ছিল, বিরাট রাজার দীঘি,
আজো আছে বিন্নাদীঘি, ইতিহাসের সাক্ষী।
প্রত্নতত্ত্ব ধর্মপালের গড় হরিশচন্দ্রের পাঠ,
ভীমের মায়ের চুলা, ময়নামতির ঘাট।
পলিমাটির এই ভূমি, হিমালয়ের দান,
করতোয়া,তিস্তা নদী জেলা দিয়ে বহমান।
কৃষক বিদ্রোহ আর নীল বিদ্রোহের ডাকে,
তেভাগা আন্দোলন, জেগেছিল এই মাঠে।
৫২-এর ভাষা আন্দোলন, ৭১-এর সংগ্রাম,
নীলফামারীর মানুষ, রেখেছিল অবদান।
নীলসাগর তার বুকে, রাখে জল টলমল,
তিস্তা ব্যারেজ দেয়, কৃষি জমিতে বল।
সৈয়দপুরে ইপিজেড আর রেলওয়ে কারখানা
বিমান ঘাঁটি আছে তাই শিল্প বাণিজ্য স্থাপনা।
জন্ম আমার নীলফামারী তাই প্রাণেরই স্পন্দন,
তোমার কোলেই খুঁজি যেন তাই শাশ্বত নন্দন।