শাড়িতে আছে কত
স্মৃতির আদর,
মমতা মাখা মায়ের
শাড়ির আঁচল।


শাড়ি পরে ললনা
মেঠো পথে হাটে,
শাড়ি পরা মেয়েরা
টিপ দিতে না ভুলে।


পরনে ঢাকাই শাড়ি
কপালে সিঁদুর,
তাঁতের শাড়ি পরা
ললনার রূপ।


টাঙ্গাইল শাড়ি পরে
ললনা বটমূলে বসে,
এই সব স্মৃতি  শুধু  
এখন মনে ভাসে !


বিয়ে বাড়িতে ললনা
শাড়ি পরে যায়,
শাড়ি ছাড়া আয়োজন
পূর্ণতা কি পায়?


শাড়ি পরা গাঁয়ের বধু
পানি আনতে যায়,
গাঁয়ের রাখাল ছেলে
আরে আরে চায়।


পহেলা বৈশাখ ও
ফাল্গুন এলে,
কিশোরীরা শাড়ি
পরে শখের বসে।


বাসন্তী রঙের শাড়ি
পরে ললনা সাজে,
খোঁপায় গাঁদা ফুলের
মালা দিতে না ভুলে।


ও বাঙালি ললনা
শাড়ি কেন পর না,
ভুলে কি গেছ তুমি
তোমার বাঙালিপনা !


সালোয়ার-কামিজ কিংবা
ওড়নায় নয় ,
শাড়িতে মানায় তোমায়
অন্য কিছুতে নয়!