বাংলার মাটিতে,
লাল সবুজের বুকে মিশে আছে রক্তের দাগ,
প্রতিদিন জন্ম নেয় নতুন এক বিষাদ সিন্ধু,
ঘুষের গন্ধ ভাসে প্রতিটি অফিসের বাতাসে,
সততা হয়েছে নির্বাসিত
দুর্নীতি যেন এক অলিখিত সংবিধান।

নিয়ম ভাঙার উৎসবে মেতেছে ক্ষমতার অলিন্দ,
মাদক যেন মৃত্যু দূত,
তরুণ প্রজন্ম হারাচ্ছে পথ,
নেশার ঘোরে স্বপ্নগুলো হয় বিলীন।

প্রতিদিন খবরের পাতায় আসে হত্যার বিভীষিকা,
অবিচার এখানে নিত্য সঙ্গী,
আইনের চোখে বাঁধা কালো কাপড়,
ক্ষমতার দাপটে পিষ্ট হয় সাধারণ মানুষের আর্তনাদ
ক্ষতিগ্রস্ত হয় নিরীহ প্রাণ,অনিয়ম আর বিশৃঙ্খলা,
বাংলার নিত্য দিনের পরিচিত ছবি।

ক্যাসিনোর ঝলমলে আলোয় মত্ত আজ যুব সমাজ,
জুয়ার টেবিলে স্বপ্নগুলো হয় চুরমার,
অবশেষে আত্মহত্যার পথ বেছে নেয় তারা।
ঝরে পড়ে যায় ভবিষ্যৎ পৃথিবীর প্রজন্ম।

তারপরও নতুন ভোরের স্বপ্ন দেখে এই বাংলার মানুষ,
অন্ধকারের মাঝেও কোথাও জ্বলে আশার প্রদীপ,
একদিন হয়তো এই বিষাদ কেটে যাবে,
আলোয় ভরে উঠবে বাংলার প্রতিটি প্রান্ত,
জীবনের রক্তিম জয়গানে।