কবিতা : শ্রমিকদের জন্য
কলমে : মোহাম্মদ মোবাশ্বির আলম


মোদের রক্তে তোমরা ধনী
তোমরা বিত্তবান,
ধন-দৌলত নেইকো মোদের
নেইকো অভিমান।


বিধাতা মোদের জন্ম দিলেন
তোমরা দিলে নাম,
মোদের আশার মোদের ভাষার
দাওনা কভু দাম।


মোরা অবহেলিত উৎপীড়িত
বিধি মোদের বাম,
শাসকের দ্বারা শোষিত মোরা
শ্রমিক মোদের নাম।


মোরা অভুক্ত অপমানিত
সীমাহীন নির্লিপ্ত নির্বিকার,
পরিশ্রম মোদের জন্মাগত
পরিশ্রমই মোদের অঙ্গীকার।