জীবনের কোন এক বসন্তের শেষ লগ্নে
  ঘুরতে গিয়েছিলাম সব বন্ধুরা মিলে     ।
  দেশের দক্ষিন প্রান্তে,  পাহাড়ের পাদদেশে
  নিজেকে ভাসিয়ে দিতে, সবুজের মহাস্রোতেঁঁ ।
  পৃথিবীর নির্মল সৌন্দর্য আর, সমুদ্রের উত্তাল তরঙ্গে
  নিজেকে হারিয়ে ফেলেছি মনের অজান্তে   ।
  সমুদ্র জলের ঝাপসা আলো ও মৃদু দক্ষিনা বাতাসে
  মেঘের ফাঁকে সূর্যের হাসি, ডাকছে আমায় আকাশে    ।
  ক্ষনকাল পরে সূর্যি মামা, নিভে গেল দূর দিগন্তে
  চিহ্নই শুধু রেখে গেল সে, পৃথিবীর মহামিলনে   ।
  পূর্ব দিগন্তে চন্দ্র ভাসিল, সন্ধ্যা বার্তা নিয়ে
  আকাশ ভরা একরাশ তারা, দূর নীল গগনে "
  আজ মনে পড়ে সেই স্মৃতি বহুকাল পরে
  বন্ধুরা আর নেই পাশে, চলে গেছে দূর বিদেশে ।