চৈত্র হতে বৈশাখ
এই হল, বাংলা বছরের পোশাক।
বারো মাসে ছয় ঋতু
আমাদের দিয়ে যায় অনেক কিছু।
শুরুতেই ঝড় হাওয়া
নববর্ষের শুরু হওয়া।
জৈষ্ঠ্যের মিস্টি হাওয়া
আমাদের দেয় দাওয়া।
আম জাম, লিচু, আর কাঠালের গন্ধে
আষাঢ় টা নেমে আসে, বৃষ্টির ছন্দে।
শ্রাবনের ঘন মেঘ ঘন, ঘন, বৃষ্টি
চারদিকে থৈ, থৈ, কী! অপরুপ সৃষ্টি॥
ভাদ্র আর আশ্বিনে, কাদা মাটির মিশ্রনে
প্রকৃতির উষ্ণতা, কেটে যায়, দক্ষিনা বাতাসে॥
কার্তিক আর অগ্রাহণে, ভরা ক্ষেতের মিষ্টি সুবাসে
কৃষকের ঘর মেতে উঠে, নবান্নের আয়োজনে ॥
পৌষ আর মাঘ মাসে,পিঠাপুলির আয়োজনে
প্রকৃতিটা ঢেকে যায় শীতের চাদরে।
ফাল্গুন আর চৈত্রের, সমীরের প্রবাহে
প্রকৃতিটাকে সাজিয়ে তোলে, অপরুপ নবরুপে ॥