থাকতে সময় সময়ের দাম দিতে নাহি পারি
হেলায়, হেলায় দিন চলে যায় জানতে নাহি চাহি।
সময় কাটাতে আমরা সবাই ব্যস্ত থাকি
কাজের সময়ে কাজ না হলে, শুধুই চিন্তা করি।
চন্দ্র, তারা, ভানু মামা ঠিকই সময় মানে
আমরাই শুধু মানিনা সময় সবাই কিন্তু জানে।
সময়কে আমরা সময় দিতে নাহি জানি
অসময়ে আমরা  কেবল অশ্রুপাতই করি।
দু;খ কস্ট যন্ত্রনা সবি সময়ের ফের
এসবের কিছু আসবেনা কাছে যদি না রাখি জের।
ঊষা থেকে গোধূলি যা কিছু করে থাকি
একবার যদি ভাবি সব সময় তারে ডাকি।
পশু পাখির কলতান সবকিছুই তারি দান
সময়ের সুব্যবহার করে যাই স্ব-জ্ঞান।
আমাদের দায়ভার করে যাই বারবার
সময়ের দু;সময়ে না করিতে হা-হা কার।
আজ কেন করোনা আমাদের ছাড়েনা
আমরা যে সময়ের সু-ব্যবহার মানি না।