যেই সমাজের ভাষণ মঞ্চে নেই সততার আওয়াজ,
লড়বে যখন নীতির পক্ষে বাদবে তখন ক্যাওয়াজ।
মিথ্যা বলার প্রতিযোগিতায় ব্যস্ত মানুষ রাতদিন,
মিথ্যার আড়ে সত্য লুকিয়ে কাটছে নিজের ঘরেশীন।
হাসির ছটাক পুষ্প-পাপড়ি ফোঁটছে তবুও সব ঠোঁটে,
ঈমান আমান বিক্রি করছে সমাজবাসীরা ভয় নোটে।
রক্ষার আশে মিথ্যার গীতি করছে ওই না ভিরুদল,
আত্মদ্রোহে পুড়ছে সমাজ রাষ্ট্রে জ্বলছে দাবানল।
"স্বাধীনতা" গান কণ্ঠে বাজিয়ে বিলুপ্ত হলো সব সুখ,
স্বাধীন রাষ্ট্রে স্বাধীনতা নেই বালির প্রাসাদে রাখিবুক।
বিদ্যার কালি পচন ধরেছে মস্তিষ্কের খুলিভরে,
ত্রাসের সমাজ আসর গেঁড়েছে হুক্কাহুয়ার সুর ধরে।
সমাজের বুকে বিষের ব্যথা গলায় কাঁটার পোস্টার,
ধুঁকেধুঁকে মরে সুস্থ সমাজ হয় না ক্ষতির নিস্তার।
সুস্থ করতে আহত সমাজ ঔষধ দিও না মলমের,
জিহাদের বেড়ি গলায় পড়িও কবির জিহাদ কলমের।