সৎ চরিত্র দুশ্চরিত্র
আখলাকে তে থাকে,
সেই ফুলটা ফুটে আছে
কোরআনের বাঁকে।


"একই ফুলে মধু থাকে
আরও থাকে বিষ,
হাত বাড়িয়ে একটু ভেবে
যা খুশি তাই নিস"।


মধুর সৌরভ নিলে হৃদে
শান্তি হয় মশগুল,
বিষক্রিয়া হলে জীবন
পায়না পরোকূল।


পাপ পূণ্যির অংক কষো
পাবে সঠিক ধারা,
বিবেক শান দিয়ে দেখো
মধুহীন বিষ কারা।


মধুর ঘ্রাণের মিষ্টি সৌরভ
পায়না নাসারন্ধে,
মহাপাপীও ভাবছে পটু
জুব্বা-টুপির গন্ধে।


কেউবা আবার বিষের রস
হৃদয় ভরে মাখে,
বকধার্মিক নেতা সেজে
আল্লাহু কে ডাকে।


ঈমান ছাড়া মনুষ্য ফঁস
মাঝে-মাঝে ভাবি,
মরলে পরে থাকবে পড়ে
কিসের করে দাবী?


এমন ব্যক্তি এই সমাজে
গুণে হয়না কূল,
তবু নিজে জাহির করে
জান্নাতেরই ফুল।


দুশ্চরিত্রের ওই রাজত্বে
তারাই হর্তাকর্তা,
আখলাকের ওই সৎ ফুল
ডলে করে ভর্তা।


সৎ চরিত্র দুশ্চরিত্র
আখলাকেরই কোষ,
আমরণ দিবে সবে
দুশ্চরিত্র কে দোষ।।
====9/6/018=====