একুশ আমার জন্মভূমি মায়ের মুখের ভাষা,
একুশ তুমি সুখ-দুঃখে মায়ের ভালোবাসা।
একুশ তুমি প্রিয়ার মুখে মিষ্টি হাসির ছটাক,
একুশ তুমি প্রান্ত দিনের হুশিয়ারীর ডাক।
একুশ তুমি রোদ্র দিনের বাবার মাথার ছাতা,
একুশ তুমি মাঘের শীতে বোনের নকশি কাঁথা
একুশ তুমি লক্ষ ভাইয়ের রক্ত দামে কেনা,
একুশ তুমি এই হৃদয়ে হাজার জনম চেনা।
একুশ তুমি ফাল্গুনের ঐ আগুন লাগা দুপুর,
একুশ তুমি গাঁয়ের নারীর নগ্ন পায়ের নুপুর।
একুশ তুমি রাখাল ছেলের পল্লিগীতির বাঁশি,
একুশ তুমি দাদুর মুখের বুকড়া দাঁতের হাসি।
একুশ তুমি পাখ-পাখালীর মিষ্টি গানের ভাষা,
একুশ তুমি এই হৃদয়ের স্বপ্ন সুখের আসা।
একুশ তুমি মা-ভগিনির ইজ্জতেরই মূল্য,
একুশ তুমি মায়ের সমান নইতো অন্য তুল্য।
একুশ তুমি কাজল রাঙা প্রিয়ার দুটি আঁখি,
একুশ তুমি প্রেমিক যুবার ভালোবাসার পাখি।
একুশ তুমি লাল-সবুজের অমূল্য সেই খাতা,
একুশ তুমি রক্তে ভেজা ইতিহাসের পাতা।
===============================