নিশীথের শামিয়ায় আলোর মিছিল,
দলবেঁধে জোনাকেরা হচ্ছে সামিল।
আঁধারে নিমজ্জিত জীবনের পাতা,
অশুভ হৃদয়কোণে দেখি পাপখাতা।
আলোর স্নিগ্ধকণা খুঁজি নিশিরাতে,
শন্ শন্ সমীরণে ভয় জাগে পাতে।
অঘাধ ভীতির মাঝে হারিয়েছি পথ,
তিতকুটে রাতে ডুবে, গেছে সৈকত।
বাতাসের নায়ে ভাসে জোনাকির দল,
বন-বনানির শাখে, করে কোলাহল।
আলোর মিছিল দেখে ভয় কিছু কমে,
নিজের পথের দিশা খুঁজি প্রতি দমে।
নৌকার মাস্তুল, খাড়া আছে নায়ে,
অজস্র স্রোত এসে খড়া দেয় পায়ে।
টিপটিপ আলো জ্বলে মিছিলের দলে,
আলেয়ার লুকোচুরি নিভৃতে জ্বলে।
ছলছল ঢেউ খেলে সৈকত জুড়ে,
নিশীথ কাজল মেঘ, যায় ধীরে উড়ে।
জ্যোৎস্নার শ্বেত আলো ঝরে পড়ে তীরে,
জোনাকের দলে মিশে যায় ঘরে ফিরে।
(মাত্রাবৃত্ত: ৮+৬)