ভাগ্যের মহাগুণে পেয়েছি মানবরূপে জগতের শ্রেষ্ঠত্ব দৌলত,
সাত আসমান ভরে তাঁর গুণ কীর্তনে মুখরিত ফেরেস্তা সৈকত।
গর্বের আবরণে বুকের পাঁজর ভরে আমার জীবনালয় রাজত্বে,
হাবুডুবু খাই আমি হাবিবের প্রেমনদে সাল্লুকা জিকির নিমিত্তে।
নবী নয় উম্মত হতে চেয়ে আক্ষেপ করেছেন অগণিত নবীগণে,
দরুদে মুহাম্মদ জপিলে সারাক্ষণ মুক্তার খনি পাবে সারা মনে।
আহাম্মদ মোস্তফা মুক্তির কাণ্ডারি রোজ-হাশরের বিচার দিবসে,
উম্মতি উম্মতি করে রাসূল প্রভাতে ভিজিয়েছে বক্ষ অশ্রু রসে।
আদর্শের প্রতীক, সারা জাহানের বুকে নবীকুলের শ্রেষ্ঠ শিক্ষক,
কিয়ামতের দিবসে নবীর মর্যাদায় ----হয়ো আল্লাহ তুমি রক্ষক।
রক্ষা করিয়ো তুমি নবীর অশ্রুভেজা, -অজস্র আবদারের বহর,
তুমিতো দয়ার নদী দেখ না কখনো তুমি হাবিবের নেত্রের নহর।
হাজার বছর আয়ু চাইনা জগতে আমি শ্রেষ্ঠ উম্মতের ছায়াহীন
হাজার বছর থেকে উত্তম সম্মান --পেয়েছি জগতময়ে দুইদিন।
আসমান ও জমিন,-যে নবীর অসিলায়,আল্লাহ করেছে সৃষ্টিবর,
শ্রেষ্ঠতের আসন দিয়েছেন আল্লাহ নবী-রাসূল কূলের গুণধর।
আখেরি নবীকুলের উম্মত হয়ে আমি--- বক্ষটা করেছি দীর্ঘময়,
কিতাব হাদিস মেনে আনব ছিনিয়ে ঐ --পরকালের সমস্ত জয়।
মাত্রাবৃত্তে ৮+৮+৮+৪