আত্মবিশ্বাস
মোঃ নওশাদ আলম
স্বরবৃত্ত ৪+৪+৪+৩
================
জ্বলে উঠো মনের তেজে
ইস্পাত হও বিশ্বাসে,
সফলতা তোমার গলে
দেখবে প্রতি নিশ্বাসে।
সরলতার ধোঁকাপাড়া
হয় যদি গো তোমার মন,
চোখের সামনের সফলতা
হারবে তুমি সারাক্ষণ।
আত্মবিশ্বাস তোমার মাঝে
ঘুমায় যদি সন্ধ্যাক্ষণ,
পরাজয়ের নেতা হবে
সাক্ষী তোমার দুই নয়ন।
নিজের প্রতি বল রাখিবে
চেষ্টাতে নই অবক্ষয়,
থাকলে বিশ্বাস মনে অটুট
পরাজয়েও পাবে জয়।
মনমাঝারে অদম্য বল
সবার মাঝে বিদ্যমান,
এই ধরণীর রণক্ষেত্রে
করছে স্রষ্টা শক্তি দান।
ভেঙে পড়া ব্যক্তি যেন
হাওয়ায় ভরা গোডাউন,
বাহিরে তার রূপের ঝলক
অন্তরেতে রয় ডাউন।
অলসতা ঝেড়ে ফেলে
নিজকে কর তেজিয়ান,
আত্মবিশ্বাস থাকলে বুকে
আছে পাশে মহিয়ান।