দিবস রজনী এক পর্বতে মিলিত হয়েছে যেই,
বিজলী বাতির শুভ্র আলোয় বন্দী হয়েছি সেই।
প্রকৃতির রূপে হইনি মুগ্ধ বেশ কিছুদিন হলো,
রাতের আকাশে তারার মিছিল হয়নি তো করা ফলো।
সূর্য মামার টকবগে মুখ হয়নি তো দেখা পুবে,
বন্দীশালার পক্ষি হয়েছি কোয়ারেন্টাইনে ডুবে।
মানুষ যে কত অসহায় প্রাণি ভেবে দেখি আমি খুব,
নিজের জীবন বাঁচাতে ভুবনে আঁধারেতে দেয় ডুব।
কলকাকলির মধুর দৃশ্য হয়নি তো দেখা আর,
মহামারি এসে দখল নিয়েছে খোলা ঘরের দ্বার।
নিয়ম মেনেই বন্দী এখন চার দেয়ালের নীড়ে,
জীবনটা খুব একঘেয়ে লাগে বাস্তবতার ভিড়ে।
জানালার ফাঁকে উঁকি দিয়ে দেখি পথের শ্মশান ছবি,
পথ জুড়ে নেই গাড়ির বহর, দেখি সেথা মরু রবি।
মননের সাথে বিরুদ্ধাচার করেছি না হয় জেনে,
নিজেকে না হয় বন্দী কক্ষে নাও না একটু মেনে।
বিশ্ব ভুবনে মহামারি এসে দিলো উপহার লাশ,
কফিনে কফিনে ছেয়ে গেলে দেশ বিশ্বের ইতিহাস।
ছোঁয়াচে হয়েছে কোভিড উনিশ ভাইরাস তার নাম,
বন্দী কক্ষে দানাপানি খেয়ে দোয়া করা হোক কাম।