বাবা মানে মাথার উপর বটবৃক্ষের ছায়া,
বাবা মানে খাঁ খাঁ বুকে জমানো অসীম মায়া।
বাবা মানে মাঘ সকালে মিষ্টি রোদের হাসি,
বাবা মানে নিত্যদিনের ভালোবাসা শত রাশি।
বাবা মানে খেলার সাথি সবচেয়ে প্রিয় মুখ,
বাবা মানে নিরাপদময় একটি বিশাল বুক।
বাবা মানে এক পৃথিবী বায়না পুরুণের মালিক,
বাবা মানে শাসন থেকে আদর করে অধীক।
বাবা মানে পথহারা বাঁকে সঠিক পথের দিশা,
বাবা মানে শ্রেষ্ঠ শিক্ষক আদর্শতার ভিসা।
বাবা মানে প্রতি সন্তানের শ্রেষ্ঠ সংবিধান,
বাবা মানে এই জীবনের মহাপুরুষ সুমহান।
বাবা মানে আঁধার রাতে আলোর প্রদীপ শিখা,
বাবা মানে জীবনযুদ্ধের পদে পদে পরীক্ষা।
বাবা মানে আমার কাছে বিধির পরেই ঠাঁয়,
বাবা মানে শ্রেষ্ঠ মনিষী আর তো কেহ নাই।
বাবা মানে শত কষ্টেও সন্তানের হাসি খোঁজে,
বাবা মানে সন্তান ছাড়া আর না কিছু বোঝে।
বাবা মানে বক্ষজুড়ে অসীম মমতা সঞ্চার,
বাবা মানে ভালোবাসার অটুট ব্যবহার।