বিশ্ববক্ষে মুসলিম আমি ধর্মপ্রথার মগডালে,
জন্মগুণে উম্মত হলাম নূরনবীজীর একালে।
কতরকম ধর্মঘুড়ি উড়ছে ধরার বুক ভরে,
নিজের ঘুড়ি সবার আগে বলছে তারা নিজস্বরে,
চাইলে প্রমাণ তাদের তরে নিজের ঘুড়ির কেতন গায়,
এই কি তাঁদের ধর্মপ্রথা? মিঠায় কলা মা না খায়।
শিকলবাঁধা ঘুড়ির তরে দিলে আমি মৃদুটান,
হরহামেশায় ফোনের বুকে হুমকি আসে নিতে প্রাণ।
মায়ের দলিল দেখতে গেলে দেখি তীক্ষ্ণ কারুকাজ,
শক্ত প্রমাণ খুঁজতে গেলে উল্টো দেখি ঘুড়ির ভাঁজ।
উল্টো ভাঁজে ঘুড়ি উড়াই টেনে সূত্র বাপ-দাদায়,
বেলাশেষে নিপুণদেহ ডুবায় তারা জল-কাদায়।
সকল থেকে শ্রেষ্ঠ বিধান করো তুমি নিজচয়ন,
হাজার প্রশ্ন করে দেখো জবাব দিবে মন-নয়ন।
সঠিক দিশায় ভরা ঘুড়ি উড়ছে সবার উপরে,
ঘুড়ির সুুতো তারই হাতে জাগ্রত রাত-দুপুরে।
উল্লসিত মুসলিম জাহান সেরা পেয়ে শেষকূলে,
ঘুড়ির তরে ছায়া পেলে শান্তি পাবে দুকূলে।
নিজের মনন করো শুদ্ধি আত্মরক্ষার পিপাসায়,
সঠিক দিকে তাক রাখিলে তৃপ্তি পাবে নিশানায়।