বিষাদ অনলে পুড়ছে হৃদয় চৌচির হল আঁখি,
দগ্ধ মননে বিচ্ছিরি ঘ্রাণ কেমনে লুকিয়ে রাখি?
ভ্যাপসা সমীরে রক্তপিণ্ড রন্ধ্রে রন্ধ্রে আসে,
নির্মল বায়ু হিয়ার গগনেপায় না আষাঢ় মাসে।
অশ্রু মেলেনা আঁখি সমুদ্রে নয়নে গোলক ধাঁধা,
কুৎসিত দাগে এঁকেছে চিত্র চপোল উপরে বাঁধা।
অনল জ্বালিয়ে পুষ্প পাপড়ি আঘাত হেনেছে বুকে,
কাঁটার আঘাত তুচ্ছ সামিল মরেছি প্রেমের দুখে।
মোহনা হারিয়ে তীরের বক্ষে খুুঁজেছি বাঁচার কূল,
মেঘের ডানার স্মৃতির পাতায় দেখেছি "জীবন ভুল"।
মুমূর্ষ হৃদ লইয়ে বক্ষে করছি হাসির পাঠ,
জগৎ বাসীর চোখের দৃষ্টি দেখেনা হৃদের মাঠ।
আতুড়ঘরের কান্নার স্বর জেগেছে কণ্ঠদ্বারে,
হৃদয়ের ক্ষতে নুন পড়ে যায় দেখলে চোখের ধারে।
মেহেদীর রঙ ভরেছে হস্তে নতুন সুবাদ পেয়ে,
সুখ প্রাসাদের মহারানি হোক এইগীতি যায় গেয়ে।