শিশুর চোখে তৃক্ষ্ম জ্যোতি
ভিডিও গেম করছে ক্ষতি।
হুবড়ি খায় ট্যাব বা ফোনে,
উকুন ঠোকে গেমের কোণে।
অকালে সব ঝাপসা দ্যাখে,
চশমা বাধে চোখের ব্যাকে।
দেহ ঘামিয়ে করেনা খেলা,
শরীরে ভাসে রোগের ভেলা।
খোলা মাঠের দেখেনা মুখ,
ক্যামনে পাবে সবুজ সুখ?
ঘরের কোণে জীবন কাটে,
বাকি সময় কাটায় পাঠে।
ঘরের কোণ বাতিল করে,
করবে খেলা মাঠটি ভরে।
শরীর মন থাকবে ভালো,
চক্ষজুড়ে জ্বলবে আলো।
==০৫।০২।২০১৯ইং ===