মাঝি ভাই (নওশাদ আলম)
অক্ষরবৃত্ত ৮+৬ (মধ্যসম পয়ার)


বৈঠা চালা শক্ত হাতে ওরে মাঝি ভাই,
মাছরাঙা পক্ষিগুলো তাক করে জলে,
সাদাবক ঝিল ছেড়ে বাঁশঝাড়ে চলে।
সূর্যিমামা ডুবে গেলে করবে শীত গাঁয়।
পুষ্পকণা হেলেদুলে শ্যাওলা বুকে ভাসে,
ছলাত-ছলাত ঢেউ, আঁচড়ে পড়ে কূলে,
সন্ধ্যারাণীর ভিতর সূর্য যাচ্ছে দুলে।
তবু পুষ্প মিহি তানে মাথা নেড়ে হাসে।
ভাটিয়ালী গান রেখে বৈঠাতে দে গতি,
শীত এসে ধরবে তোকে অদৃশ্য ভঙ্গিতে,
নিজদেহে শীত পেলে লাভ কি সঙ্গিতে?
সন্ধ্যারানী নেমে এলে রয়না চোখে জ্যোতি।
গিন্নি আছে পথ চেয়ে বাড়ির কিনারে,
নৌকা পৌঁছে মরাঘাটে, আযান মিনারে।
((বিঃদ্রঃ এটি একটি মধ্যসম পয়ার কবিতা))