জাগ্রত হও বঙ্গবাসী ----- দেখতে লাশের বহর,
চায়না ইরান ইতালি-ফ্রান্স এখন লাশের শহর।
গিজ-গিজানি মানব বসত ছোট্ট বাংলা নীড়ে,
দিলে হানা মহামারি ------- রেকর্ড যাবে ছিঁড়ে।
চিকিৎসা খাত নড়বড় করে ভাঙা চালের মত,
লাশের স্তুপ সীমা ছাড়ায় শক্তিধর দেশ নতো।
সতর্কতায় পদক্ষেপ নেয়, কঠোর ভাবে বিশ্ব,
সেথায় আমার বাংলাদেশটা অকূলে অদৃশ্য।
চিকিৎসা নেই পর্যাপ্ত মান, মুখে খইয়ের বাণী,
পাপের পাহাড় লুকিয়ে রয় সাজছে বিশ্বরানী।
মিথ্যা ভাষণ দিচ্ছে হেসে মাথার মগজ ঘেটে,
ধ্বংস হবে মানব সম্পদ ভাইরাস উঠলে ফেটে।
কার উপরে দায় ভাড়াবে, যাচ্ছে ঠিকই ভেবে,
মশার মত মরলে মানুষ তার জবাব কে দেবে?
তারকাঁটা সব পাগলগুলো কি বলতে কি বলে,
মহামারি ভাইরাস নাকি রুখবে গায়ের ব'লে।
পাগলামি আর দেখবো কত ওদের মুখে চেয়ে,
সারা বাংলা এবার জাগো মুক্তির গীতি গেয়ে।