গোলক-ধাঁধার পৃথিবী রাজ্যে মহামারি করে রাজ,
লাশের পাহাড় পেরিয়ে করোনা নিচ্ছে নতুন সাজ।
ধ্বংসের খেলা খেলতে জগতে এসেছে নতুন রূপে,
মহামারি আজ করে রাজত্ব আগুন লাগিয়ে ধূপে।


একঘেয়ে ভাবে করছে শাসন লাগাম টেনে না থামে,
ডাক্তার নার্স প্রাণপণে লড়ে সাঁতরায় মৃত্যু ঘামে।
ভয়ে কাঁপে আজ মানব জনতা দেখে শাসনের রূপ,
পুলিশ বাহিনী প্রাণপণে লড়ে হচ্ছে কতজন চুপ।


অদৃশ্য সেই মহামারি এসে করছে জগত গ্রাস,
জীবন প্রণালী থমকে দাঁড়িয়ে ফেলছে নাভিশ্বাস।
সবার মাঝেই জেঁকে বসে আছে অকাল মৃত্যুভয়,
প্রাণের রাজ্য শুকিয়ে সাহারা জাগে শুধু সংশয়।


যেদিকে তাকায় সেদিকেই শুধু ধ্বংসের নীল বিষ,
বিষিয়ে উঠেছে মানব হৃদয় করে শুধু ইস-ফিস।
ক্রমশে ছোঁবল মারছে করোনা নেইতো বাকি আর,
স্বৈরাচারীময় রাজত্ব থেকে কবে হবো মোরা পার?


বিশুদ্ধ বায়ু হয়েছে বিলীন চারিদিকে শুধু ভীতি,
বুকভরে শ্বাস নেবার উপায় হয়ে রবে শুধু স্মৃতি?
দু-পেয়ো দৈত্য কামাচ্ছে পাপ স্বাক্ষী তামাম ধরা,
মহান আল্লাহ পাপের ফসল দিচ্ছে করোনা খরা।


মহামারির এই রাজত্ব থেকে মুক্তি পাবার পথ,
দ্বীন ইসলামে ফিরে এসে সবাই গড়ব জনমত।
কুর্নিশ করে তাঁর দরবারে ঝরায় চোখের জল,
মহামারি তুলে দিবেন মাবুদ শান্তির কোলাহল।