মহাপণ // নওশাদ আলম//
   (তোটক)


এসো ভাই এসো বোন করি আজ মহাপণ,
হাতে হাত মনে মন করি পণ প্রতিজন।
উঁচু জাত নিচু জাত নাহি রয় কোন জেদ,
সকলের পাশে রই ভুলে জাত ভেদাভেদ।


রামাদান এলো ফের খুলে দ্বার রহমত,
কলুষের জমাপাপ করে নাও গোটা রদ।
দয়াশীল হবে সব, বলে সেই মহাজন,
এসো ভাই এসো বোন করি আজ মহাপণ,


কতজন ক্ষুধাতুর তুমি খাও ভরে পেট,
কোনখোঁজ রাখো নাই গরীবের থালা-প্লেট।
বিপদের সামিয়ায় করি সব সেবাদান,
মহাপণ করে আজ এসো হই মহীয়ান।


আমাদের কাছে হোক প্রতিজন যে সমান,
মানবের সনে প্রেম গেয়ে যাই জয়োগান।
আছে এক আদালত বিচারক হবে রব,
দুনিয়ার সে হিসাব করে বুঝ নিবে সব।


অভাবের কড়া ঘায় ঝরে যায় যতোফুল,
প্রয়োজন করে মিট এনে দিই নবকূল।
অনাচার কালো হাত ভেঙে দাও চিরকাল,
শ্রমিকের হাতে আজ ঈমানের দৃঢ় ঢাল।


যতনেই তুলে দিই অভাবির মুখে ভাত,
আলোময় হবে ক্ষণ পৃথিবীর প্রতি রাত।
অভাবীর সেবাদান করে যাই আজীবন,
এসো ভাই এসো বোন করি আজ মহাপণ,