যাদের আছে মা জননী
সেই তো ভবে সুখি,
মায়ের আদর পেলো না যে
সেই তো ভবে দুখি।


মা যে আমার স্বর্গ দোয়ার
ত্রিভূবনের তরে,
মরুর মতো খাঁ-খাঁ লাগে
না থাকলে মা ঘরে।

মায়ের স্নেহের হয়না তুল্য
অন্য কারো সাথে,
স্বপ্ন মাঝে দেখি আমি
মা কে প্রতি রাতে।


মায়ের মুখের হাসি পেলে
ভুলি সকল কষ্ট,
মায়ের ভালোবাসা পেলে
হয়না সন্তান নষ্ট।


খোদার থেকে শ্রেষ্ঠ পাওয়া
সন্তানেরই জন্য,
একটি শব্দে বিষদ অর্থ
পেলে হবে ধন্য।


চৈত্র মাসের খরায় ফাটা
সেই সন্তানের ভাগ্য,
করলো না যে সেবা মা কে
সঠিক মতো যোগ্য।


আঁচল দিয়ে মুছায় যে মা
দুটি চোখের পানি,
সে মা আমার অনেক দূরে
টানছি ব্যথার ঘানি।


মায়ের মতো হয় না কেহ
ত্রিভূবনের বুকে,
দুঃখ ভুলে মা কে সবাই
রাখ অনেক সুখে।