মমতার অভিনয়
নওশাদ আলম
ফাগুনের রঙ যৌবনে মেখে আসে যে ফেব্রুয়ারি,
ভাষার চেতনা মমতার খনি করে তারা মনোহারি।
কদরের শিশি উৎলীয়ে উঠে এই মাস এলে দ্বারে,
তাদের নিকটে প্রশ্ন রাখিবো মাতৃভাষা বলে কারে?
মাতৃভাষাকে হেয় করো রোজ পরভাষার গৌরবে,
পোকাড়ি হৃদয়ে জাগে না শিহর বাংলার সৌরভে।


মাতৃভাষার মমতা কী শুধু, এমাসে-ই করে রাজ?
শৈশব সেই দিনগুলো কেনো মানতে হও নারাজ!
রেডিও-টিভির টকশো টেবিলে কিংবা মঞ্চায়নে,
ভাষার কদরে অভিনয় চলে- স্বাক্ষী মোর নয়নে।
প্রমিত বাংলার নিশান উড়াও অগাধ শ্রদ্ধা রেখে,
তোমাদের মন কেন কাঁদেনা ইংরেজি স্বর দেখে?


নিজ সন্তান অধ্যায়নে দাও ইংরেজদের ভাষন,
পড়তে লিখতে পারেনা বাংলা করেনা গুরু শাসন।
মাতৃভাষার ইতিহাস বাণী জানে না সেই সন্তান,
পরভাষা চাষে রয়েছে ব্যস্ত ইতিহাস করে প্রমান।
অফিস কাছারি ইন্টারভিউ-এ বাংলার নেই দাম,
বাংলার মুখে বিষ ঢেলে দিয়ে ইংলিশের সুনাম।


ইংরেজদের অনুসারী হয়ে তৃপ্তিতে সাজো স্মার্ট,
ফেব্রুয়ারির একুশ তারিখে ভাষাপ্রেম করে পাঠ।
মানুষ দেখানো সাবলীল বাণী মুখে ফোটে চড়বড়,
মাতৃভাষার ভিত্তি স্থাপনে ছিলো শহীদ গুণধর।
অন্তরে কবে জমবে সবার বাংলা ভাষার প্রীতি?
সব ভেদাভেদ ভুলেগিয়ে এসো আবদ্ধ করি স্মৃতি।