ক্ষতবিক্ষত রাট্রের দেহে
বিচ্ছু ছোবল ঠোকে,
হায়েনার দল উৎপেতে রয়
রাষ্ট্র গাছের ফোকে।


সুযোগ পেলেই ছিঁড়ে ছিড়ে খায়
রাষ্টের সব গোশ,
জানোয়ারকেও হার মানায় যে
দামড়া জাতির মোষ।


সুশীল সমাজে আগাছা চাষ
মূর্খ সমাজে ফুল,
নিভুনিভু আজ জাতির প্রদীপ
দেয় না তৈলে কূল।


হায়েনার বিষ কিলবিল করে
রাষ্ট্রের পাটা জুড়ে,
উঝা কবিরাজ পরাজিত হল
ক্ষতের বক্ষে উড়ে।


আত্মদোষের অধপতনেই
সুশীল সমাজ নত,
বিন্দু বিন্দু অহমিকা জমে
রাষ্ট্র হয়েছে ক্ষত।


ডাক্তার বাবু দিচ্ছে ঔষুধ
সুস্থ দেশের আশে,
সমাজপ্রতিরা ঔষধ লাগায়
গরিব খুটির বাঁশে।


ক্রন্দন হাসে সুশীল সমাজে
মূর্খ্যরে করে পাপী,
হায়েনার চোখে লোভের তৃষ্ণা
কিটপ্রাণী অনুতাপী।


একতাবদ্ধ হউ কবিরাজ
ডাক্তারদের সাথে,
মুমূর্ষ দেশ ভালো করে দাও
প্রতি বাঙালির হাতে।