ভাত ছেটালে কাক আসে যে, টাকা ছেটালে মানুষ,
হাঁড় ফেলিলে কুকুর আসে নারী দেখিলে পুরুষ।
মানব জাতি সৃষ্ট প্রাণীর পার্থক্য কি কম!
তবু মানব পশুর তালে চলছে যে হরদম।
ফুল ফুটিলে গন্ধ বিলায় বাগান সে হোক মাঠে,
সকল মানব ধর্ম হবে খোদার নিয়ম পাতে।
তবুও কেন মানব গণে অনৈতিক পথে হাটে,
নীতিহীন লোকের আসর বসে চায়ের দোকান পাটে।
কু-কর্মের খবর পৌঁছায় ঝড়-বাতাসের আগে,
চৈত্র মাসে সু-খবর পৌছায় না-আজো মাঘে।
জ্ঞানী জনে জ্ঞান খোঁজে বইয়ের পৃষ্ঠা নিয়ে,
অজ্ঞজনেরা নাম ফলায় যুক্তি তক্কো দিয়ে।
অলস লোকে স্বপন দেখে, ঐ কোটিপতি হবার,
ঘুমের মাঝে হারিয়ে থাকে কর্মে সময় যাবার।
ক্ষুদ্র চোখে বিশাল দ্যাখে নিজের দিকে চেয়ে,
নিজের নামে পুষ্প ফুঁটিয়ে উঠে গান গেয়ে।