প্রাণিকূল অসহায় ভাঙে যেই মনোবল,
ক্ষুধাপেট পিষে দেয় অভাবের যাঁতাকল।
ক্ষুধাময় প্রতিজন ভুলে যায় চোখে লাজ,
আগুনের লেলিহান পুড়ে পেট করে ভাঁজ।


মজুরের হাতে নেয় ভিখারির ফুটো থাল,
অসহায় হয়ে আজ থালে চায় আটা-চাল।
ছলোছল করে চোখ সাময়িক পেশাটায়,
হৃদয়ের পোড়া ঘায় পড়ে নুন দুনিয়ায়।


প্রাণিকূল অসহায় দেখো ঠিক চারিপাশ,
পরিবার পরিজন কেঁদে বের করে লাশ।
নিরুপায় হয়ে মন কাঁদে জাত পরিজন,
তোলে ঢেউ নোনাজল সকলের দু'নয়ন।


স্মৃতিময় সারা ঘর চোখে রয় কিছুদিন,
চলে যায় যতো শোক পরিশোধ করে ঋণ।
হাশরের কিছু রূপ চেয়ে দেখ্ - এ ধরায়,
বেঁচে নিজ নিয়ে প্রাণ করোনার এ খরায়।


ধরাধাম মায়াময় প্রাণি জাত--- অসহায়,
মরণের কথাতেই -- ভুলে যায় প্রথাদায়।
আগমন ঘটে ঠিক যেতে হয় -একা সেই,
প্রাণিকূল অসহায় --চেয়ে দেখ্ জগতেই।
(তোটক)