ইট কাঠ পাথরের ইমারত
আজও দাঁড়িয়ে রয়েছে  মাথা উঁচু করে,
শানবাঁধানো শহিদ স্মৃতি'স্তম্ভ রেখেছে ইতিহাস ধরে।


বকুলের ঘ্রাণ, আমের কচি পাতার হিমেল
ফসড়াঁনো পাতলা হাওয়ার মেলা বসে সেই ক্যাম্পাসে।


তর্তাজা ফুলের ঘ্রাঁণ বিলি হত রোজ সকালে!
কিট মৌমাছি উঁড়ে এসে পুছে খেতো মধু পেয়ালা।
পত্ পত্ শব্দে উঁড়ত জয়ের নিশানা।।


আজ নেই বন্ধুত্বের সেই গোল মিটিং -,
নেই বাদামের খুলোয় মসলার ঘ্রাণ,
দুবলোর বিছানো মসনদে নেই আজ
সেই হৈ-ইল্লার গান।।
কেরানীর চোখে ধুলো দিয়ে লাফিয়ে
পাড়িতাম,চোখে ধরা আম।

আজ আর নেই সেই চেনা মুখ গুলি।
মিষ্টি কথার ফুলঝঁরি ঝরত ঠোটে,
হাতে বাজিত শব্দের তুড়ি ।।


টিচারের গ্যান গর্ব লেকচার লাগত
তিতা রসফল।
তার চেয়ো অধিকতর মিঠা লাগত
হৈ-ইল্লা আমোদের জল।।


আজ আর নেই সেই দিন গুলি।
স্মৃতির পৃষ্ঠা ক্রমশে হচ্ছে,
ধুলোর আভাস ভুমি।।


সংক্ষিপ্ত