কল্যাণের কাতারে জনবল শুন্য,
শয়তানের মাচাঁনে ময়দানে জনবল পূর্ণ।
ইবলিসের বাসনা হলো আজ জ্যান্ত,
স্বাচ্ছা মুমিনের স্বপ্ন রাজ্য ভেঙ্গে গুড়ে হলো চূর্ণ -বিচূর্ণ।
মুমিনের দেহে নেই ঈমানের ঘ্রাণ,
পাশে এসে জুঁড়ে বসে হাঁসে শয়তান।
কবর দিয়েছে মানব সত্তার , জন্মদিয়েছে
মানব ফ্রেমে ইবলিস শয়তান,
"আউযুবিল্লাই " উঁপড়িয়ে তোলে অদৃশ্য শয়তানের নৌঙ্গড়,
ফ্রেমের শয়তান তাঁড়াতে বলো করিতে হবে কি বয়ান?
তাওহীদি বারুদ বাণী ওদের ফ্রেমদেহে জ্বালিয়ে তোলে আগুন,
তাইতো তাফসির মাহফিলে পুতে রাখে
ওরা ১৪৪ ধারার রসুন।
নগ্ন বিবস্ত্র গানে পাই তাঁরা খুশবু ঘ্রাণ,
অন্যথায় মাথা ব্যাথা।
ভ্যারাইটি গানের আসরে বসিয়েছে পুলিশি পাহারা।
সুন্দরী ললনা নাচে হেলায়া দুলিয়া ডিস্ক,
এক রমনীর যৌণী লালসায় হাজার পুরুষ সিক্ত।
সাপুঁড়ের মায়াবী বিনের তানে হাজার সর্প ভক্ত।
মানবফ্রেমের শয়তানের লালসার লালা ঝরে প্রাণে,
অঙ্গ প্রততঙ্গ যুদ্ধ করে দেহের সাথে।
সুস্থ্য মনার মৃত্যু হয়েছে এই ভরা ধামে,
শান্তি, শান্তি, করে বেড়ালে, কেমনে শান্তি আসিবে এই মানব ফ্রেমের ঘরে?
তাং ৩১-০৭-২০১৬@