সত্যের রক্ত চুঁষোক নর্দমার জোঁক,
সুস্থ্য সমাজের রক্তপিন্ড চুঁষে কায়েম করিতে চাই নর্দমার খিলাফত।
ওরা রক্ত চুঁষোক,ওরা বস্ত্র হরক ওরা সর্ব গ্রাসক!
ওরা মিথ্যার ঠুলকো দেহকে বানাতে চাই ত্রাসের আড়ম্ভ দেউলিয়া।
সত্যের রক্তচুষোক,মিথ্যার পূজারী -
রক্তের মাতাল ঘ্রাণে মুগ্ধ জোঁক শুয়ারী।
বিবেকের দাষত্ব্যে মানব বড় নির্বোধ মুমূর্ষু সমাজে,
সৃষ্টির সৃষ্টর মাঝে নেই মহত্ব্যের একজোট কঙ্কাল ধরিত্রে।
সত্যের বিন্দু প্রলয়ে ধবংস হবে মিথ্যার ঘঁট,
তবুও ওরা অাশ্রিত মিথ্যার অনলে,
কভু নয়নের পর্দা তুলে দেখে না মিথ্যার
ঠুলকো পথ।
সত্যের রক্তচুঁষে তিক্ষ্ম ধারালো দাঁত বড় পিপাসা কাতর।
সৃষ্টির সৃষ্টর মাঝেঁ পশু ওরা এই ভরা থালে,
সত্য দাবাতে মিথ্যাকে ধরে ঢাল করে।
এসমস্ত কলাকৈশল ওদের প্রতিভার গুন,
সুস্থ্য সমাজের রক্তচুষোকের মুখে লেপটে দিতে হবে লবন কিংবা চুন।
তবেই নিভবে মিথ্যার জ্বলন্ত আগুন।
তাং ০১-০৮-০১৬--------------/