কত যুগ অাধাঁরের বুকে মশাল জালিনা,
কতকাল গধুলীর রঙের প্রান্তভেজা পথে হাটিনা।
কতকাল জ্যোৎস্নার বিজলী আলো মেখে সুখের স্লান করিনা।
কত যুগ যুগান্তর সাদা মেঘের ভেলায় নয়নে পাখা মেলে উড়িনা।
শুধু তুমি পাশে নেই বলে।
কতকাল সবুজ অরন্য উদ্যানের  চাঁদ ছোঁইয়ে দেখিনা।
কতকাল শিশিরের আলাপচারীতা গল্পের ফাকে আলতোঁ করে ছোঁয়ে দেখিনা।
কতযুগ প্রহর জেগে আছিঁ তবুও নয়নে নিদ্রাবান  আসেনা।
কতকাল কালো মেঘ উড়ে চলেছে , তবুও বষন্তের অশ্রু ঝরেনা।
শুধু তুমি পাশে নেই বলে।
এ দেহের মাঝে ও প্রাণ খুঁজে পাইনা।
  শুধু তুমি নেই বলে।