জন্মের সুধা যে করেছে পান,
নিমিত্তে আপন কন্ঠে বাজিবে মৃত্যুর জয় ভেরি গান।
অটুট থাকুক না তাঁহার রাজ্য সভা- খ্যাতির স্বর্ণ থাকনা গগন সমান।
দোয়ারে এসে বাজবে বেহালা,
গগন জোড়া স্বর্ণ পড়িবে চাপা।'
হৃদয়ের অরন্য প্রাসাদ গ্রাস করবে কালো শোকের ঢেউ,
চারি পাশে নেত্রজল ঝরা মানুষের মিছিল,
তবুও মোর আঁধার পিদিমে আলো জালানোর নেইত কেউ।
হাবুড়ে জুবুড়ে কাঁদিছে কর্ম শুভকর,
অম্বর ফেটে উদিত হচ্ছে নব প্রভাকর।
স্বার্থ তবোকার আছে বাধিয়া রাখিবে রক্তের টানে!
কে রাখিবে ধরে ভরে শিশার সিন্দুকে।
ধনি-গরিব সবাইকে সাঁতার দিতে হবে এইম মৃত্যুর জলে।------------্্