উন্নয়নের দীপ্ত শিখা দেশে নারী যেন উন্নয়নের সম হাতিয়ার,
তাঁহার উপর স্বৈরাচারী হলে,
উন্নয়ন হবে ছাঁর-খার।
উন্নয়ন সূর্য রবির মুখে ধর্ম মেঘের ছাঁয়া লেপটালে,
কেমনে আলোকিত হবে দেশ পাহাড়?


যে দেশে পুরুষ উপেক্ষা নারী পাল্লা অধিকতর ভারী,
কর্মষ্ঠম নারী বিজয়ের নিশান উড়াবে জগৎ ধরিত্রী।
নারীহিন রাজ্যের উন্নয়ন পড়বে মুখ থুবড়ি।
দারিদ্র কুসংস্কারের নিস্পেষিত মালা নিয়েছে গলে।
এক পায়ে হেটে কখনো পথের দিশা মেলেনা,
এক হাতে কখনো তালি বাজেনা।
নারী পুরুষ তব যেন দিন আর রাত,
রাত ছাঁড়া কখনো উদিত্ব হয়না উন্নয়নের প্রভাত।
সকল জ্বালা যন্ত্রনার মালা
পোরে ফিরে আসে দিন রাতের বুকে,
প্রিয় সঙ্গিনী হয়ে রাত সমস্ত ক্লান্ত ধুয়ে,
ঘুম পাড়িয়ে রাখে নিজের বুকে।
দিন রাতের অক্লান্ত পালা বদলে পৃথিবী হয়ে উঠে বর্ণিল রঙিন,
শুধু কি দিনের আলোয় সম্ভব, পৃথিবীকে করিতে রঙ্গিন সু-শীল?
দুটি হৃদয়ের যৌথ পরিশ্রমে লব্দ হয়,
উন্নয়নের সিড়ি পথ।
বিজয়ের পথের যাত্রী হয়ে,
ভঙ্গ করিতে হবে কুসংস্কারের  ভিন্নমত ।।
নারী পুরুষের চার হাত এক হলে,
কোন বাধাঁয় বাধাঁ নয়!
উভয়ের পরিশ্রম ও নিরোলষ সাধনার মাঝে লুকিয়ে রয়েছে সিদ্ধির পরিচয়।।