ক্ষমা করো প্রভু মোরে, আমি অপরাধী,
তোমার তরে হাত তুলে, বুক খুলে কাঁদি।
তোমার পথে সদা চলি,জগৎ ওসংসারে,
তুমি ক্ষমা না করিলে মোরা,যাব কার দ্বারে?
তোমার নিয়ামতে ভরে দিয়েছ, মায়ার এ রাজ্য,
সকল চাওয়া পূর্ণ করো,বুকে রাখিলে ধৈর্য।
তোমার চাহনীতে অহর,ফুল ফোটে নিশে,
তোমার কৃপা ছাঁড়া মোরা ক্ষমা পাব কার কাছে?
শস্য ভরা মাটির ডালি,সদাই করে জীকির,
এক মাটিতে ভিন্ন স্বাদের ফসল দাও, নিবিড়।
আমরা তোমার প্রিয় দাশ, হে প্রিয় মহানু ভবু রব,
শেষ হরশে আমাদের প্রতি,করোনা তিক্ষ্ম কসরত।
তুমি রহমান,তুমি রাহিম,তুমি যে গাফ্ফারু,
তোমার তরে চাই যে ক্ষমা, তুমিযে মোদের প্রভু।
ওজন করোনা কভু তুমি, মোদের পাপের পাহাড়,
বিশ্ব নবীর দরদ করে, খুলে দিও তুমি জান্নাতের ঐ দ্বার।
ভিকারী বেশে তুলেছি মোরা, আপন দু'টি হাত,
পাপেরে কালি মোচন করে, উদিত করো নব প্রভাত।
তোমার নিয়ামতে পূর্ণ মোদের,মনুষ্যত্বের আত্মা,
সৃষ্টি কুলের বাদশা তুমি,কবুল করো মোদের প্রার্থনা,
হে সারা জাহানের স্রষ্টা।