অমর প্রেম,


দুই নিধিরার দুটি ফুল হতে চাই তারা যুগল,
পরিবার কাঁটার আক্রমণে,
চয়ন করিলো মরন।
সারা দেহে উঁড়ছে ধেঁয়ে,
প্রেমের খুশবু ঘ্রাণ,
এই প্রেমেরই মাতল হাওয়ায় দুলছে বিশ্ব প্রাণ।
কোথায়  সিরি?কোথায় ফরাদ? কোথায় প্রেমের মহা পুরুষ?
দেখে যাও আজ তোমাদের ন্যায়ে, এ ধরা কুটে, জ্বলছে কত সুরুজ।
জগৎ জোড়া মায়ার রাজ্য, ভাবিলো তাঁরা তুচ্ছ,
দ্বৈত হৃদয়ে দেখিলো তাঁরা,
প্রেমের  স্বর্গ দৃশ্য।
নিজের জীবন বলি দিয়ে,
প্রেম রাখিলো সুস্থ্য।
অমর প্রেমের কাহিনী লিখিলো, মনে রাখিবে সারা বিশ্ব।
শিশির,গোধুলী মিশ্রিত নয়,তাঁদের প্রেম কাহিনী,
সময়ের স্রোতে ধসিবেনা কভু,প্রেমের মুক্তমনি।
গগন জোড়া প্রেমের আভা,
হৃদয় প্রেমের ক্ষনি,
লাইলি-মজনু,ইমরার -সাবিনা, এরাই প্রেমের শিরমনি।
শাজাহান -মমতাজ দেখে যাও আজও,
জাগ্রিত রয়েছে তোমার উত্তর শরি,
জীবন তরী ডুবিয়ে দিয়ে, রক্ষা করিলো প্রেমের মহা কস্তরী।
অর্থ পাহাড় ক্ষ্মিন এদের,
প্রেম স্বর্ণে বুক পূর্ণ,
দেহ খাঁচা বিলিয়ে দিয়ে,
রাখিলো অমর প্রেমের চিহ্ন।
অাঁখি তটে স্রোত উঠেছে,
পরোপারে কানন,
রঙিন ফুলে সাজবে বাসর,
কেয়ামতের লগন।
দুটি ফুলের নিয়াত ভারী,বুকে ঠাই গগন ভরা সর্তিত্ব,
ঘোলা জলে পেট ভরিলে,
স্বচ্ছ জল হয় বঞ্চিত।
মৃত্যু রশ্মিত বেধেছে তাই,
দুটি ফুলের তোড়া,
স্বর্গ উদ্যানে হয় যেন বিধা,
তাঁদের চলাফেরা।চ