সন্ধ্যার হাক মারে ঐ পাখি ঝাক,
গোধুলী ফিরে আসে মেঘনার বাঁক।


সাগরের জল চিরে মাথা তুলে উঁচু,
ছুঁটেছে স্রোত যেন নাউয়ের  পিচু।


আপন ঘাটের দিকে বাইছে
নাউ,
মাঝির পেটে খুধার আগুন জ্বলে দাউ- দাউ।


আপন ডানায় ছুটেছে পখ্যিকুল,আবাসের টানে,
ক্যাচোর ম্যাচোর শব্দের হাট বসেছে বৃক্ষ বনে।


সন্ধ্যার জিহব্বা ক্রমান্যয়ে,
লকলক করে,
অস্তমৃত সূর্যের ঘরে,
কে যেন দিযেছে সিদুঁর
লেপটে।


দূর জনস্রোত হতে,
ভেসে আসে অমৃত আহবান স্বর,
আহবানে নিহিত রয়েছে,
দেশ জাতি ও ব্যাক্তির কল্যানকর।


গগন ভরে উজ্জ্বল হয়ে ওঠে, সন্ধ্যার চিত্র,
তার বুকে থেমে থাকে,
কলো কাকলির নিত্য।


সলোকের আমিষ,হাড়
গুড় চুষে খেয়েছে ভুরকুষ্ট,
বলিষ্ঠ হচ্ছে সন্ধ্যার বাহু
আঁধার ভ্রণে লুকাবে বিশ্ব।