আর্তনাদ(নওশাদ আলম)
বার্মা মায়ের বুকের ক্ষতোই
ব্যাথিত মুসলিম বিশ্ব,
আড়াল থেকে মিটকী দিয়ে
দেেখ শুধু দৃশ্য।
মলম লাগাতে যায়না কেহ
তাদের ক্ষত ঘাই,
ধীরে ধীরে ক্ষতই ভরছে
মুসলিমের আপাদ মস্তক গাঁই।
মস্তক ছিন্ন লাশ উপহার
পাচ্ছে মা দৈনিক,
রক্ত স্রোতে করছে স্নান
পশু রুপি সৈনিক।
সান্ত্বনারই কোমল বাণী
পৌছায় না মা'র কানে,
চোখের সামনে জ্যান্ত ছেলে
মারলো অগ্নি পুড়ে।
মায়ের বুকে উঠেনা আর
বেচে থাকার সূর্য,
রক্ত স্রোতে ক্ষয় হয়েছে
বেচে থাকার ধৈয।
সবুজ ফসল লাল হয়েছে
রক্তের স্বাদ পেয়ে,
মুসলিম বিশ্ব উঠো আজ
বিদ্রোহী গান গেয়ে।
গগণ ম্যামোরী পূর্ণ আজ
আত্বচিৎকার রুল,
রহিঙ্গা আজ ভাসছে নদে
পায়না তারা বেঁচে থাকার কুল।
সতিনারীর সম্ভ্রম আজ
টিকিয়ে রাখা দাই,
নিমিত্তে করছে হরণ
কালি দিচ্ছে নারীর গাঁই।