বাংলা মা
(নওশাদ আলম)
বাংলা আমার জন্মভূমি
বাংলা আমার মা,
বাংলা আমার সুখের স্বর্গ
আপন ঠিকানা।
বাংলা আমার রক্ত পিন্ড
হাড়-মাংসের জামিন,
বাংলা আমার শ্বাস প্রশ্বাসের
বেঁচে থাকার সুদিন।
বাংলার মাঝে দেখি আমি
বিশ্ব ধরার শির,
মায়ের আসা পূর্ণ কর
হে বঙ্গ নব বীর।
মায়ের বুকে শুনিতাম আমি
রাখাল ভাটিয়ালি,
মায়ের বুক শান্ত রাখতে
দিব রক্ত ঢালি।
সবুজ মাঠে দেখি আমি
বাংলা মায়ের মুখ,
সোনার ফসল ঘরে তুলে
ভরাই চাষীর বুক।
সোনা রবি মায়ের যৌবণ
করে আরও বৃদ্ধি,
বিশ্ব ধরায় এমন দেশটি
হয়নি আজও সৃষ্টি।
শেষ গোধূলিত দেখি আমি
মায়ের রাঙটা চক্ষু,
শক্ত কোরো রেখ বাহু
দেখিলে মায়ের দুঃখ।