_________________________
বাংলার আকাশে গুমোট বাঁধা বিস্তৃত কালো মেঘগুলো আজ ভূস্মীভূত হলো,
গুমড়িয়ে গুমড়িয়ে কাঁদা সোনালী রৌদ্রকিরণ বাংলার আকাশে আজ মুক্তি পেলো।
মুক্ত গগনে ফঁসড়া রঙের বর্ষা নামাতে ব্যাস্ত বাঁকা রামধনু,
রাতের আকাশ বাগানে লক্ষ তারার ফুলের মেলা বসিয়েছে ধরিত্রী তনু।
গত হরসে যে ফুল মুক্ত হবার পিপাসায় কাতরিয়ে কাতরিয়ে কেঁদেছে,
মুক্তির গলে প্রিয় মাল্য হবার স্বপ্ন হৃদয় পটে লালন করে চলেছে।
প্রতিনিয়ত বিশাক্ত শত্রু পোঁকা বিষ ঢেলে দিয়ে যায় পাপড়ী ভরে,
সৌন্দর্য্যে আকৃষ্ট্র পাক সম্ভ্রম আতর ধ্বংস করে রক্ত বন্যায দেহ্ দিয়ে যায় লেপটে।
লোনাজ্বল শুকিয়ে মরুর সামিল হয়েছে বৌনের  দো'নয়ন,
হৃদয়ের তপ্ত মরুর বুকে তবু দ্যাখে বিজয়ের তেজিয়ান বৃক্ষগজানোর স্বপন।
মেঘ ভাঙা সূর্যের উদয় দেখে মনে হলো ভাঙা বুকের স্বপ্নগুলো প্রাণ পেলো,
চারিদিকে বিজয়ের উৎসব কোথাও কোন পরাধীনতার ঠাঁই নাই।
দীর্ঘ ন'মাস অস্ত্রগুলা বারুদের ঝন ঝনানির মাল্য পরিয়ে রেখেছি গলে রোজ,
দীর্ঘ প্রতিক্ষার লব্দ ফল আজ মহান বিজয় দিবস।