স্বপ্নের জন্যে হয়েছি আমি
প্রসুন্ন বৈরি হাওয়া,
স্বপনের জন্য শীত গরমে
করি আরাধোনা।


স্বপ্নের বুক ভরাতে গিয়ে
ঘুরি পথে-ঘাটে,
স্বপ্নের বুক ভরাতে কৃষক
খেটে মরে মাঠে।

তবুও স্বপন লালন করি
আপন মনের কোনে,
স্বপ্নের নামে প্রহর কাঁটায়
গহিন রনে-বনে।


ছাত্র জীবন শেষ করেও
ঘুরছে স্বপ্নের আসায়,
স্বপ্নের দেখা পেতে সবাই
ছুটছে ঢাকার বাসায়।


স্বপ্ন পূরন করতে কুলি
ছোটে তেপান্তরে,
সেখানে দেখি নেইকো স্বপ্ন
গিয়েছ কোন দূরে?


স্বপ্নের ক্ষুধা মেটাতে গিয়ে
ছাড়ছে দেশের মায়া,
স্বপ্নের মাঝে লুুকিয়ে আছে
সুখের স্বর্গ চাওয়া।


স্বপ্নের পিচে ঘুরতে ঘুরতে
জীবন হলো অচল,
আজও দেখি স্বপ্নের খাঁয়েশ
রয়ে গেলো সচল।