উঠরে তোরা দেখরে চেয়ে
প্রভাতী সূর্য আজ,
বিদ্রোহ রং মেখেছে দেহে
মাথায় নুরের তাজ।
ভীরুর খাটে আর কতকাল
ঘুমিয়ে তোরা রবি?
আপন আত্মায় শান না দিলে
বোঁকা অস্ত্র হবি।
প্রভাত রঙে মোনরাঙা আজ
স্বর্গ তাজের আসায়,
আঁধার রাতে স্বপ্ন দেখে
কেনো জীবন কাটায়?
শান্তির নাউ ডুবতে বসেছে
ধরবে কে বলো হাল?
কাফের বেইমান ফুটো করিছে
শান্তি তরীর পাল।
ভীরুর পোশাক খুলে এবার
পরো রনৌ সাজ,
বীরের দেহের বিদ্রোহী ঘ্রাণ
শত্রু মাথায় বাজ।
চেয়ে দেখ আজ পাখির কন্ঠে
বিদ্রোহী প্রবাদ,
তোমার জন্য অপেক্ষায় আজ
সূর্য তরু প্রভাত।