রক্তরঞ্জিত ভূ-খন্ডে
দীর্ঘায়ু বক্ষটুকুচাপি,
নাসারন্ধ কাঁপিয়ে তোলে
শুষ্ক ভিন্নরক্ত জাতি।
কর্ণকুহরে হাকমারিছে
রনাঙ্গনের দামামাহ্ রবি,
পিচ্ছিল কাটিছে গোলা
সৃষ্টপ্রাণী নিশানে তরী।
তবো আকাশ ক্ষনি রিক্ত
অবয়নে ছিটিয়ে হুংকার,
নয়ন ভরে মুক্তো জহরে
বিবিধ রুপের জোয়ার।
নয়ন পাল যতদূরে ধাঁয়,
দেখি বিবিধ রুপের ঢেউ,
মনিমুক্তা চেনেনা চাষী
কাঁচতে লয়ে দেয়ফেউ।
তব তার যৌবন তাতে
কৃষক পায় অমৃতে অপার
এযেন শহীদের দেওয়া
একাত্তের শ্রেষ্ঠ উপহার।।